২০ বছরের অধিক অভিজ্ঞতা থেকে ক্রস বর্ডার ই-কমার্স কে আন্তর্জাতিক প্রতিষ্ঠানিক রূপ দিতে চান নূর ইসলাম বাবু।

বাংলাদেশের ই-কমার্স খাতের অন্যতম সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ২০২৫-২০২৭ মেয়াদের জন্য দ্বি-বার্ষিক নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। এই নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হয়েছেন নূর ইসলাম বাবু, যিনি বাংলাদেশের ই-কমার্স, কৃষি ও আন্তর্জাতিক লজিস্টিক খাতে একজন দক্ষ ও প্রভাবশালী উদ্যোক্তা হিসেবে ইতোমধ্যেই পরিচিত।

নূর ইসলাম বাবু-এর ব্যবসায়িক ভিশন ও যোগ্যতা তাকে একজন সময়োপযোগী ও বাস্তবমুখী নেতা হিসেবে গড়ে তুলেছে। তার প্রতিষ্ঠিত ই-কমার্স কোম্পানি “ক্ষেত খামার” মূলত প্রান্তিক কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য রপ্তানি করে। এই উদ্যোগের মাধ্যমে তিনি কৃষকদের সঠিক মূল্য নিশ্চিত করেছেন এবং বাংলাদেশের কৃষিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছেন। ক্ষেতে খামারের মডেল ই-কমার্স খাতে একটি ব্যতিক্রমী উদাহরণ হয়ে উঠেছে যেখানে প্রযুক্তি, কৃষি এবং আন্তর্জাতিক বাজারের সংযোগ ঘটেছে এক সুসংবদ্ধভাবে।

তবে শুধু কৃষিপণ্য নয়, আন্তর্জাতিক বাণিজ্যে তার গভীর সম্পৃক্ততা রয়েছে ক্রসবর্ডার ই-কমার্স লজিস্টিক কোম্পানি “ডেমোট্রান্স”-এর মাধ্যমে। ডেমোট্রান্স এর নিজস্ব অফিস রয়েছে ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি কম্বোডিয়া এবং দুবাই-এ। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটি FMC রেজিস্টার্ড এবং OTI Bonded লাইসেন্সপ্রাপ্ত। এই আন্তর্জাতিক যোগসূত্র প্রমাণ করে, নূর ইসলাম বাবু শুধুমাত্র দেশীয় বাজারেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও দক্ষতার সঙ্গে কাজ করছেন নিজের যোগ্যতায়।

তার প্রতিষ্ঠান FIATA, WCA, JC Trans, G7N এবং PROLOG এর মতো আন্তর্জাতিক নেটওয়ার্কের সদস্য। বাংলাদেশে BAFFA-এর সদস্য হিসেবে লোকাল নেটওয়ার্কেও তার সক্রিয়তা রয়েছে। এসব সদস্যপদ ও এক্সেস তাকে লজিস্টিক ও আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থাপনায় আরও বেশি প্রভাবশালী ও কার্যকর করে তুলেছে।

ই-ক্যাবের একটি বড় লক্ষ্য হলো তরুণ উদ্যোক্তা, নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সামনে এগিয়ে আনা এবং বাংলাদেশের ডিজিটাল কমার্স সেক্টরকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠা করা। এই লক্ষ্য পূরণে নূর ইসলাম বাবু’র বাস্তব অভিজ্ঞতা, ভিশন ও আন্তর্জাতিক কানেকশন বিশেষভাবে কাজে আসবে বলে আশা করা যায়।

Search

Recent Post

Categories

Scroll to Top